
কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর দীর্ঘা ইউনিয়নের উন্নয়নকাজ শুরু
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৪ নং দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা বাজারের উন্নয়নের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের ৭ দিন পর কাজ শুরু করল কর্তৃপক্ষ।
গত ৮ জানুয়ারি, ‘নাজিরপুরে বাজার উন্নয়নকাজ না করেই বিল তুলে নিয়েছেন ঠিকাদার’ শিরোনামে কালের কণ্ঠে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা (এলজিইডি) ও ঠিকাদার প্রতিষ্ঠানের নজরে আসার পর ৭ দিনের মধ্যেই কাজ শুরু হয়।
পিরোজপুর এলজিইডির তত্ত্বাবধানে নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার উন্নয়নের জন্য ২০২৩ সালে দরপত্র আহ্বান করা হয়েছিল। এসএস এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকায় কাজটি পায়। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু হয়ে ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা, টিউবওয়েল, টলঘর এবং বাজারের ঘাটলা নির্মাণ।
তবে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র ভাগ্নে পরিচয় দিয়ে ঠিকাদার জাহিদুল ইসলাম অংশু বিল উত্তোলন করে নেন। তবে মন্ত্রীর এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, জাহিদুল ইসলাম অংশু নামের কেউ তার ভাগ্নে নয়।
এদিকে, দীর্ঘ ৫ বছর পর বাজার উন্নয়নের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে এবং কালের কণ্ঠ পত্রিকাকে ধন্যবাদ জানিয়েছে।