কারাগারে আ.লীগের লিফলেট বিতরণ করা সেই শিক্ষা ক্যাডার

কারাগারে আ.লীগের লিফলেট বিতরণ করা সেই শিক্ষা ক্যাডার

আওয়ামী লীগের লিফলেট বিতরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া লালমনিরহাটের বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের পর মুকিবকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী একটি মামলার ভিত্তিতে মঙ্গলবার আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।

গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এরপর থেকেই তাকে খুঁজতে থাকে পুলিশ।

এর আগে তিনি টানা ১০ বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে (ডিআইএ) কর্মরত ছিলেন এবং দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন। এছাড়া, শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )