
কলাপাড়ায় জমি বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা রাজা মিয়ার (৪৫) লাঠির আঘাতে চাচা বেলায়েত হাওলাদার (৬৫) মারা গেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের মধ্যলোন্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেলায়েত হাওলাদারের সঙ্গে তার ভাতিজা রাজা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির একটি কলাগাছ থেকে রাজা মিয়া বেশ কিছু কলা কেটে নিয়ে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ বেলায়েত হাওলাদার কলাগুলো ফেরত আনতে রাজার বাড়িতে গেলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রাজা মিয়া লাঠি দিয়ে বেলায়েত হাওলাদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজা মিয়াকে গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”