কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকদের টার্গেট করে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান থেকে মো. ওমর ফারুক (১৯), মো. আবুল হোসাইন (১৯), মো. মোবারক উল্ল্যা (২৪) এবং মো. শাহজাহান (২২) নামে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পর্যটকদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। কখনো কখনো পর্যটকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ও করতো। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক দেবজিত পাল জানান, সুগন্ধা পয়েন্ট এলাকায় মোবাইল, টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসা চক্রটির বিষয়ে তথ্য পাওয়ার পর র্যাব গোয়েন্দা দল তাদের ধরতে অভিযান শুরু করে।
বুধবার রাত ৩টার দিকে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঝাউবাগানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি হাতঘড়ি এবং নগদ ৩,১৬৫ টাকা উদ্ধার করা হয়।
তাদের আরো দুই-তিনজন সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এজাহার দাখিল করা হয়েছে।