ওসি পরিচয়ে ইজিবাইক নিয়ে গেল অজ্ঞাতরা, কেঁদেই চলেছেন চালকরা
ময়মনসিংহের নান্দাইলে গত দুই দিনে দুটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই চালক দিশেহারা। চুরি হওয়া ইজিবাইকই তাদের একমাত্র আয়ের মাধ্যম ছিল। ঘটনাগুলো ঘটে নান্দাইলের কানুরামপুর ও চৌরাস্তা এলাকায়।
প্রথম ঘটনায়, আবুল বাসার নামের এক চালকের ইজিবাইক ছিনতাই হয়। আঠারবাড়ি রায়ের বাজার থেকে যাত্রী নিয়ে নান্দাইলে আসার পথে “ওসি পরিচয়” দিয়ে জোর করে তার ইজিবাইক ফেলে যেতে বাধ্য করে অজ্ঞাতরা। পরে ফিরে এসে ইজিবাইক আর খুঁজে পাননি।
দ্বিতীয় ঘটনায়, দীপক রবী দাসের ইজিবাইক ছিনতাই হয়। যাত্রী সেজে এক ব্যক্তি তাকে বাড়ির ব্যাগ আনার অনুরোধ করেন। সরল বিশ্বাসে তিনি ইজিবাইক রেখে গেলে সেটি চুরি হয়ে যায়।
উভয় চালক থানায় অভিযোগ করলেও এখনো ইজিবাইক উদ্ধার করা সম্ভব হয়নি।
নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানিয়েছেন, ইজিবাইক উদ্ধারে পুলিশ কাজ করছে।
CATEGORIES সারাদেশ