ওরসে খেলছিলেন জুয়া, গেলেন জেলে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ওরস উপলক্ষে জুয়ার আসর বসানোর অভিযোগে ধরা পড়েছেন দুই ব্যক্তি। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত ওই দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহবাজপুর এলাকার ধনু মিয়া (৪১) এবং সাদ্দাম (২৪)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দরগাহ পাড়া এলাকায় ওরসকে কেন্দ্র করে জুয়ার আসর বসানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের সাজা দেওয়া হয়।
CATEGORIES সারাদেশ