
এসএসসির প্রশ্নফাঁস নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রণালয়ের
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল। এই পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
রোববার (৬ এপ্রিল) এক সরকারি বার্তায় জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আইন ও বিধান সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে।
বার্তায় বলা হয়, পরীক্ষার দিন সকালেই কেন্দ্র প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে, নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী, প্রশ্ন ফাঁস বা প্রশ্নপত্র সম্পর্কিত বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য তৈরি, প্রকাশ কিংবা প্রচার দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।
এছাড়া, সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী, ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে প্রতারণা করলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে অনধিক ২ বছর কারাদণ্ড অথবা ৩ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সবাইকে সচেতন থেকে এসব গুজব ও অপপ্রচারে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে।