
এসআই শফিকুলকে হত্যা: স্ত্রীর আর্তনাদ
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে মো. শফিকুল ইসলাম (৪৮) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যক্তিগত শত্রুতার কারণে শফিকুল ইসলামের ওপর এই হামলা হতে পারে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শফিকুলের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, “কেন এমন হলো, কারা আমার স্বামীকে হত্যা করল, কিছুই বুঝতে পারছি না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।” শফিকুলের ছেলে রাফিউল ইসলাম (১৪) বলেন, “শুক্রবার বাবার সঙ্গে ময়মনসিংহে বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।” তিনিও বাবার হত্যার বিচার চেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্গাপুর পৌর শহরের পানমহাল রোড এলাকায় শফিকুলের ওপর এই হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও রাত ১০টার দিকে তিনি মারা যান।
জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ব্যক্তিগত আক্রোশ থেকে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।