এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না হাসনাত-সারজিস-আসিফ মাহমুদের ফেসবুক আইডি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি এখনো অনুপস্থিত। বুধবার (২ জানুয়ারি) বিকেল থেকে তাদের আইডি সার্চ করে পাওয়া যাচ্ছে না।
এ তালিকায় আরো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আরো কয়েকজন।
বৃহস্পতিবার বিকেলে তাদের ভেরিফায়েড আইডিগুলো খুঁজেও পাওয়া যায়নি। অনেকের মতে, এই আইডিগুলো ডিজেবল হয়ে গেছে। তবে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভেরিফায়েড আইডি এখনো সচল রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে কোনো বার্তা বা স্ট্যাটাস দেননি তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানান, তাদের আইডিগুলোতে সমস্যা দেখা দেওয়ায় সেগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। এ ঘটনায় কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে এ ধরনের কার্যকলাপে যুক্ত বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
সাইয়েদ আবদুল্লাহ জানান, তার আইডি ডিজেবল করার চেষ্টা করা হয়েছিল। পরে নিরাপত্তা নিশ্চিত করেও আইডি সাসপেন্ড হয়ে যায়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাইবার টিম এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিভিন্ন পেজ থেকে আন্দোলনে সংশ্লিষ্ট ব্যক্তিদের টার্গেট করে এই কাজ করা হয়েছে বলে দাবি করেন তিনি।