এক বানরের কাণ্ডে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে শ্রীলঙ্কা

এক বানরের কাণ্ডে বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় একটি বানরের কাণ্ডে দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। কলম্বোর দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ার পর সেটিতে বিপর্যয় সৃষ্টি করে বানরটি। এর ফলে ২ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রে জাতীয় বিদ্যুৎ গ্রিডে ভারসাম্যহীনতা দেখা দেয় এবং পুরো দেশ অন্ধকারে ডুবে যায়।

সরকার জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে, তবে চিকিৎসা কেন্দ্র ও পানি পরিশোধন স্থাপনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জ্বালানিমন্ত্রী কুমারা জয়কোডি জানিয়েছেন, “একটি বানর গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে আসায় সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে।”

রবিবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিভ্রাটের ফলে অনেক বাসিন্দাকে দীর্ঘ সময় জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ মজার ছলে পোস্ট করলেও, অনেকেই দেশটির দুর্বল বিদ্যুৎ অবকাঠামোর কঠোর সমালোচনা করেছেন। এক্স-এর একজন ব্যবহারকারী মারিও নওফাল লিখেছেন, “কলম্বোর একটি সাবস্টেশনে হানা দিয়ে একটি বানর পুরো শ্রীলঙ্কার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটি স্পষ্ট যে, অবকাঠামো পুনর্বিবেচনার সময় এসেছে!”

স্থানীয় সংবাদপত্র ডেইলি মিরর-এর প্রধান সম্পাদক জামিলা হুসেন কটাক্ষ করে লিখেছেন, “শুধুমাত্র শ্রীলঙ্কাতেই বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ঢুকে বানররা পুরো দ্বীপজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটাতে পারে!”

বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার জাতীয় গ্রিডের দুর্বল অবস্থা বহুদিন ধরেই আলোচনায় রয়েছে। এক সিনিয়র ইঞ্জিনিয়ার নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের বিদ্যুৎ গ্রিড এতটাই দুর্বল যে, যেকোনো একটি লাইনে সমস্যা হলে তা পুরো দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।”

এর আগেও, ২০২২ সালে অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কায় দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিল। এবার একটি মাত্র বানরের কারণে পুরো দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গ্রিডের অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

(সূত্র: বিবিসি)

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )