একসঙ্গে মাদক সেবন, ৩৫০ টাকার দ্বন্দ্বে মাদকসেবীর মৃত্যু

একসঙ্গে মাদক সেবন, ৩৫০ টাকার দ্বন্দ্বে মাদকসেবীর মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে সাড়ে ৩০০ টাকা নিয়ে দুই মাদকসেবীর বিরোধে হারুন অর রশিদ (৩৭) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১১টায় শিববাজার হাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হারুন ছিলেন মোহাম্মদ আলীর ছেলে। জানা যায়, তিনি ও নেসার আলীর ছেলে মোস্তফা (৩৬) নিয়মিত একসঙ্গে গাঁজা সেবন করতেন।

ঘটনার দিন টাকা-পয়সা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে মোস্তফা হারুনকে ঘুষি মারেন, এতে হারুন পাশের গাছে আঘাত পেয়ে মারাত্মকভাবে জখম হন। তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, মোস্তফাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও শুরু হয়েছে।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )