উত্তরা থেকে গ্রেপ্তার হলেন গান বাংলার প্রধান নির্বাহী তাপস
আজ দুপুরে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার কারণে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় যে, তাপসের মামলার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তিনি তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন এবং দেশ ছাড়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া, অভিযোগ রয়েছে যে তিনি ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীদের উসকানি দিয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোরভাবে দমন করতে সহায়তা করেছেন।
মামলার সূত্র অনুযায়ী, গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিতে হামলা চালানো হয়, যেখানে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ অন্যান্যরা অংশ নেন। আওয়ামী লীগ, যুবলীগ, এবং ছাত্রলীগের সদস্যরা সেখানে গুলি চালায়, এবং ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে আজ উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।
তাপস সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও পরিচিত। এর আগে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গান বাংলা চ্যানেলে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল।