ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২২ লঞ্চ

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২২ লঞ্চ

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করবে।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফেরি, লঞ্চসহ ঘাট ব্যবস্থাপনার সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

নিরাপদ যাত্রার জন্য বিশেষ ব্যবস্থা
সভায় জানানো হয়—
✅ দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাট চালু থাকবে।
✅ ঘাট এলাকায় যানজটমুক্ত রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
✅ যাত্রীদের হয়রানি রোধে থাকবে জেলা পুলিশের একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
✅ ভ্রাম্যমাণ আদালত কার্যকর থাকবে, যাতে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা যায়।

সংশ্লিষ্ট বিভাগের অংশগ্রহণ
সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও স্বাস্থ্য বিভাগ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের উদ্যোগ ও যথাযথ পরিকল্পনার ফলে এবার ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )