ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরিদপুরের সেলিম
ভাগ্য ফেরাতে সাগরপথে ইতালি পাড়ি জমানো ফরিদপুরের সেলিম শেখ (৩২) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত সোমবার (৬ অক্টোবর) ইতালির এক শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেলিমের মৃত্যুর খবর শোনার পর থেকে তার পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান এবং স্বজনরা তার লাশের অপেক্ষায় দিন গুনছেন।
নিহত সেলিম ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সংসারের দায়িত্ব পালন করতে না পেরে উন্নত জীবনের আশায় এক বছর আগে দালালের মাধ্যমে সাগরপথে লিবিয়া হয়ে ইতালি যান তিনি। সেখানে পৌঁছে শরণার্থী ক্যাম্পে পাঁচ মাস কাটানোর পর কিছুদিন আগে কাজ শুরু করেছিলেন। কিন্তু কাজ শুরুর কয়েক দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা যান সেলিম।
সেলিমের বাবা সেকেন শেখ জানিয়েছেন, তারা এখন সরকারের সহায়তায় তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করছেন। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী জানিয়েছেন, পরিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।