ইংল্যান্ডের হারে লাভ বাংলাদেশের, বাড়তি পাচ্ছে ২ কোটি ৫৫ লাখ টাকা

ইংল্যান্ডের হারে লাভ বাংলাদেশের, বাড়তি পাচ্ছে ২ কোটি ৫৫ লাখ টাকা

চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের টানা তৃতীয় হারের ফলে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়েছে। শুধু তাই নয়, ফলে আর্থিকভাবেও লাভবান হলো টাইগাররা। প্রাইজমানি হিসেবে অতিরিক্ত ২ কোটি ৫৫ লাখ টাকা (২ লাখ ১০ হাজার ডলার) বেশি পাবে বাংলাদেশ দল।

প্রাইজমানির কাঠামো ও বাংলাদেশের অর্জন
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে প্রাইজমানি ২০১৭ সালের তুলনায় ৫৩% বৃদ্ধি করা হয়েছে। এই অনুযায়ী—

পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৩.৫০ লাখ ডলার করে।
সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২.১০ লাখ ডলার করে।
বাংলাদেশ যদি সপ্তম স্থানে শেষ করত, তাহলে মোট ২.৬৫ লাখ ডলার (প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা) পেত। কিন্তু ইংল্যান্ডের পরাজয়ে ষষ্ঠ স্থান নিশ্চিত হওয়ায়, টাইগাররা মোট ৪.৭৫ লাখ ডলার (প্রায় ৫ কোটি ৭৭ লাখ টাকা) পাবে। অর্থাৎ বাংলাদেশ অতিরিক্ত ২ কোটি ৫৫ লাখ টাকা বেশি পাচ্ছে।

কীভাবে বদলে গেল বাংলাদেশের ভাগ্য?
তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের উপরে ছিল।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড ৭ উইকেটে হেরে যায়, ফলে তারা কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্টের সর্বশেষ (অষ্টম) স্থানে থেকে বিদায় নেয়।
ইংল্যান্ড যদি এই ম্যাচে জিতত, তাহলে বাংলাদেশ সপ্তম স্থানে থাকত এবং ২.৬৫ লাখ ডলার (৩ কোটি ২২ লাখ টাকা) পেত।
ইংল্যান্ড হেরে যাওয়ায় বাংলাদেশ ষষ্ঠ হয়েছে এবং পেয়েছে ৪.৭৫ লাখ ডলার (৫ কোটি ৭৭ লাখ টাকা)।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির বিবরণ
চ্যাম্পিয়ন দল পাবে: ২২.৪০ লাখ ডলার
রানার্সআপ দল পাবে: ১১.২০ লাখ ডলার
সেমিফাইনালে বাদ পড়া দল পাবে: ৫.৬০ লাখ ডলার করে
পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দল পাবে: ৩.৫০ লাখ ডলার
সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দল পাবে: ২.১০ লাখ ডলার
বাংলাদেশ এবার চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠের পারফরম্যান্সে ব্যর্থ হলেও, ইংল্যান্ডের হারে আর্থিকভাবে লাভবান হয়েছে। এই অতিরিক্ত প্রাইজমানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য স্বস্তির বিষয় বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )