ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন হেটমায়ার
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে বাঁহাতি ব্যাটার শেমরন হেটমায়ার ফিরেছেন দলে। গত বছরের ডিসেম্বরে ওয়ানডেতে শেষবার মাঠে নামার পর দলের বাইরে থাকা হেটমায়ার এবার আলিক আথানজের জায়গায় ১৫ সদস্যের দলে স্থান পেয়েছেন।
এই সিরিজে ওয়ানডে ম্যাচগুলো হবে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগা এবং বার্বাডোজে। এরপর ৯ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শেমরন হেটমায়ার, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মুটি, শেরফান রাদারফোরড, জেইডেন সিলস, হেইডেন ওয়ালশ জুনিয়র, রোমারিও শেফার্ড।
TAGS Hot News