আ. লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, আজ টিএসসিতে কর্মসূচি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে মিছিল, আজ টিএসসিতে কর্মসূচি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার (২০ মার্চ) রাত ২টার দিকে হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে গিয়ে এ মিছিল শেষ হয়।

জুলাই গণহত্যার বিচার ও প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া শহীদদের সঙ্গে প্রতারণার শামিল।

রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান,
“ছাত্র-জনতা দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না। যতদিন নতুন বাংলাদেশ গড়া না হবে, ততদিন চলবে আন্দোলন। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না।”

ঢাবির শিক্ষার্থী ফাহিম বলেন,
“আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রে যে-ই জড়িত থাকুক, ছাত্রসমাজ রুখে দাঁড়াবে।”

শিক্ষার্থী তাবাসসুম বলেন,
“আওয়ামী লীগের মধ্যে সামান্য অনুশোচনাও নেই। দেড় হাজার মানুষের হত্যার পর তারা ক্ষমাও চায়নি। এখন আবার নির্বাচনে আনার চেষ্টা চলছে। ছাত্রসমাজ তা হতে দেবে না।”

বিক্ষোভ থেকে আজ শুক্রবার বিকেল ৩টায় টিএসসিতে আবারও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচির আহ্বান জানান শিক্ষার্থীরা।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )