
আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞ দল আসছে ঢাকায়
সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসছেন। আগামী শনিবার ও রবিবার (১ ও ২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট ধানমন্ডি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি অ্যান্ড হসপিটালে তারা এ সেবা প্রদান করবেন।
বিশেষজ্ঞ দলে রয়েছেন প্রফেসর ডা. ডোনাল্ড ট্যান টিয়াং হুই, সিনিয়র পার্টনার, আই অ্যান্ড রেটিনা সার্জনস (ইআরএস) সিঙ্গাপুর, ডা. নিকোল তান ওয়ান হুই, সিনিয়র কনসালট্যান্ট, ক্যাটারাক্ট এবং রেটিনা বিশেষজ্ঞ, এশিয়া আই সেন্টার, ডা. রোনাল্ড ইয়োহ ল্যাম সুন, রেটিনা বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক, ডিউক এনইউএস গ্রাজুয়েট মেডিকেল স্কুল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার (এসএনইসি), এবং ডা. লিম জিয়াও হং ব্রাঞ্চ, কনসালটেন্ট, অকুলোপ্লাস্টি, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল।
বিশেষজ্ঞ দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট ডা. ইশতিয়াক আনোয়ার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী। চিকিৎসক দল গুরুতর আহতদের চোখ পরীক্ষা করবেন এবং প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুপারিশ করতে পারেন।
এ বিষয়ে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট ধানমন্ডি থেকে জানানো হয়েছে, রোগীরা অ্যাপয়েন্টমেন্টের জন্য হটলাইন নম্বর ১০৬২০-এ যোগাযোগ করতে পারবেন।