আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ
ভারতের আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় রেস্তোরাঁ, অনুষ্ঠানস্থলসহ সব প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া যাবে না। তবে ব্যক্তিগত বাসভবন বা প্রতিষ্ঠানে দোকান থেকে কিনে গরুর মাংস খাওয়া অনুমোদিত থাকবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
এর আগে মন্দির ও ধর্মীয় স্থানের কাছে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল। এবার সেই নিয়ম প্রসারিত করে প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেওয়া হয়েছে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই ও গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। অনেক হিন্দু গরুকে পবিত্র মনে করেন। তবে গোয়া ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু রাজ্যে গরুর মাংস খাওয়া বৈধ। বিরোধী দলগুলো এই নিষেধাজ্ঞার সমালোচনা করে বলছে, এটি মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতায় হস্তক্ষেপ।
এ সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন আসামের সমাগুড়ি আসনে উপনির্বাচন নিয়ে বিতর্ক চলছে। বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী শর্মা ভোটারদের গরুর মাংস সরবরাহ করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন। মুখ্যমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘কংগ্রেস চাইলে আসামে পুরোপুরি গরুর মাংস নিষিদ্ধ করতে আমি প্রস্তুত।’