আমদানিতে ‘ষাইটবাট্টা’ রপ্তানিতে ‘বিদ্যুৎ গতি’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আওয়ামী সিন্ডিকেটের প্রভাবের কারণে পণ্য আমদানি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। প্রায় দুই বছর আগে আসা ২২৮ মেট্রিক টন গম বন্দরে আটকে থাকায় তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা পাথরের গুড়া নিয়েও হয়েছিল তোলপাড়। তবে ছয় মাসের বিরতির পর গত ৬ জানুয়ারি বন্দর দিয়ে প্রথমবারের মতো পাঁচ টন জিরা আমদানি হয়েছে, যা চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম আমদানি।
অপরদিকে, রপ্তানিতে দেখা গেছে চাঞ্চল্যকর বৃদ্ধি। গত ডিসেম্বরে ১৭৮৬ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য ৫৩ কোটি ৫৭ লক্ষ টাকা, যা অতীতের তুলনায় রেকর্ড। নভেম্বরে রপ্তানি হয়েছিল ১০৭৩ টন মাছ, যার মূল্য ৩২ কোটি ১৮ লক্ষ টাকা। এই বন্দর দিয়ে আমদানি কম হলেও রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি।
রাজস্ব আদায়: ডিসেম্বরে যাত্রী পারাপার থেকে ৩১ লক্ষ টাকার রাজস্ব আদায় হয়েছে, যা নভেম্বরে ছিল ৭৩ লক্ষ টাকা।
সিন্ডিকেটের প্রভাব: ব্যবসায়ীরা জানান, সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. তাকজিল খলিফা কাজলের প্রভাবশালী সিন্ডিকেটের কারণে পণ্য আমদানিতে বাধা সৃষ্টি হয়েছিল, যা ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলেছিল। তবে রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি।
স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট মিঠু এন্টারপ্রাইজের নেসার উদ্দিন ভূইয়া এবং অ্যাসোসিয়েশন সভাপতি মো. হাসিবুল হাসান জানান, অন্যান্য বন্দর দিয়ে রপ্তানি বন্ধ থাকায় মাছের রপ্তানিতে এই বন্দরে চাহিদা বেড়েছে। বর্তমানে প্রতিদিন তিন থেকে চার কোটি টাকার মাছ ভারতে রপ্তানি হচ্ছে।
পণ্য আমদানির পুনরায় সূচনা: ৬ জানুয়ারি মেসার্স পড়শী ইমপেক্স প্রতিষ্ঠান ভারত থেকে পাঁচ টন জিরা আমদানি করেছে, যা চলতি অর্থবছরের প্রথম আমদানি।