আবারও হার পান্ডিয়ার, প্রথম জয় গিলের গুজরাটের

আবারও হার পান্ডিয়ার, প্রথম জয় গিলের গুজরাটের

আহমেদাবাদে জমজমাট এক লড়াইয়ে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানসকে ৩৬ রানে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখেছে গুজরাট টাইটানস। শুবমান গিলের নেতৃত্বে ১৯৬ রানের টার্গেট তুলে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় গুজরাট, পরে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৬০ রানে আটকে রাখে মুম্বাইকে।

ব্যাট হাতে গুজরাটের হয়ে দ্যুতি ছড়ান ওপেনার সাই সুদর্শন। ৪১ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলের রানের ভিত গড়ে দেন তিনি। অধিনায়ক শুবমান গিল করেন ২৭ বলে ৩৮ রান। এই ইনিংসেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলে নিজের এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন গিল। মাত্র ২০ ইনিংসে এই কৃতিত্ব, যা কোনো নির্দিষ্ট ভেন্যুতে দ্বিতীয় দ্রুততম।

ব্যাট হাতে ইংলিশ তারকা জস বাটলারও ঝড় তোলেন। ২৪ বলে করেন ৩৯ রান। তবে শেষদিকে গুজরাটের ইনিংসে কিছুটা ভাটা পড়ে। ১৮ ও ১৯তম ওভারে টানা উইকেট হারিয়ে চাপেই পড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৯৬ রান।

জবাবে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত শর্মা (৮)। এরপর তিলক বর্মা ও রায়ান রিকেলটন একটু লড়লেও থিতু হতে পারেননি। সূর্যকুমার যাদব কিছুটা প্রতিরোধ গড়লেও ৪৮ রানের ইনিংসটি যথেষ্ট হয়নি দলের জন্য।

প্রসিধ কৃষ্ণা ও সাই কিশোরের দারুণ বোলিংয়ে একপর্যায়ে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। শেষদিকে হার্দিক পান্ডিয়ার (১১ রান) ব্যর্থতাও যোগ হলে পরাজয় এড়াতে পারেনি তারা।

গুজরাটের এই জয় শুবমান গিলের অধিনায়কত্বে প্রথম এবং চলতি আসরের জন্য একটি আত্মবিশ্বাসের বার্তা। অন্যদিকে টানা পরাজয়ে ব্যাকফুটে চলে গেল হার্দিকের মুম্বাই।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )