আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-গাজা-লেবানন অঞ্চলে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহে ৯ শতাংশ বেড়েছে। গত বৃহস্পতিবার একদিনেই দাম বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দুটি প্রধান ব্র্যান্ড, ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)–এর মূল্য যথাক্রমে ৮ শতাংশ ও ৯.১ শতাংশ বেড়েছে।
এই বছর প্রথমবারের মতো মাত্র এক সপ্তাহের ব্যবধানে তেলের দামে এমন বড় ধরনের উল্লম্ফণ দেখা গেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, ইরান থেকে অপরিশোধিত তেলের একটি বড় অংশ সরবরাহ করা হয়, এবং ইরান-ইসরায়েল উত্তেজনা ইরানি তেল খনিগুলোতে হামলার হুমকির কারণে বাজারে এই দ্রুত মূল্যবৃদ্ধি ঘটেছে।
ব্রিটিশ বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্টোনএক্স জানায়, ইসরায়েল যদি ইরানের তেল অবকাঠামোয় হামলা করে, তাহলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ৩ থেকে ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে। ওপেক প্লাসও সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের তেল সরবরাহ বন্ধ হলে প্রাথমিকভাবে ঘাটতি সামলানো গেলেও, দীর্ঘমেয়াদে তা সম্ভব নাও হতে পারে।
ইরান প্রতিদিন বিশ্ববাজারে ৩.২ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে, যা মোট তেলের ৩ শতাংশ। এই উত্তেজনা ইরানের তেল সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।