
আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ আজ মাঠে নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে
ভারতে অনুষ্ঠিতব্য ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে পাকিস্তানে চলমান বাছাইপর্বে পাস পেতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সেই লক্ষ্যে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
ছয় দলের এই বাছাইপর্বে থাইল্যান্ডকে প্রথম ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আজকের ম্যাচেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা, কারণ পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে এগিয়ে আছে বাংলাদেশ।
এ পর্যন্ত আইরিশ নারীদের বিপক্ষে সাতটি ওয়ানডেতে ছয়টিতে জয় পেয়েছে বাংলাদেশ। একমাত্র হারটি ঘটেছিল ১২ বছর আগে। সর্বশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে সিরিজে হারিয়েছে নিগার সুলতানারা।
এই ম্যাচেও জিততে পারলে পয়েন্ট টেবিলের অবস্থান আরও মজবুত হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
নিগার সুলতানা, ফারজানা হক ও শারমিন আক্তারের মতো অভিজ্ঞদের দলে থাকা নিঃসন্দেহে বাংলাদেশকে আজ এগিয়ে রাখছে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ।