আজ রোববার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা, কয়েক বিভাগে ঘরে থাকার পরামর্শ

আজ রোববার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা, কয়েক বিভাগে ঘরে থাকার পরামর্শ

রোববার (১৩ এপ্রিল) দেশের বিভিন্ন বিভাগে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। প্রাণহানি এড়াতে সংশ্লিষ্ট এলাকার মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভোর ৫টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

যেসব সময় ঝড়ের আশঙ্কা বেশি:

  • রংপুর ও রাজশাহী বিভাগ: সকাল ১০টা পর্যন্ত

  • ময়মনসিংহ বিভাগ: সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত

  • ঢাকা বিভাগ: সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত

  • সিলেট বিভাগ: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

  • চট্টগ্রাম বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর): সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এছাড়া ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ, কাছার, হাইলা কান্দি এবং ত্রিপুরার বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কার কথাও জানান এই গবেষক।

তিনি বলেন, “বজ্রপাতের সময় প্রাণ রক্ষায় ঘরে অবস্থান করাই সবচেয়ে নিরাপদ। তাই সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না থাকার আহ্বান জানাচ্ছি।”

পরিস্থিতি বিবেচনায় জনগণকে যথাসম্ভব সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )