আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ রাজধানীর কামরাঙ্গীরচর ও উত্তরার কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কামরাঙ্গীরচর এলাকায় আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, উত্তরা ৮ নম্বর সেক্টর এবং এর আশপাশের এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকার উত্তর প্রান্তে ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে উত্তরা থেকে টঙ্গী নদীর পাড় পর্যন্ত এলাকাগুলোও এই সীমাবদ্ধতার আওতায় থাকবে।

এসময় আশপাশের এলাকায় গ্যাসের চাপও কম থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )