আজ পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
আজ পর্দা উঠছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এ উৎসব। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন।
উৎসবটি চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত, যেখানে ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে। রাজধানীর ছয়টি ভেন্যুতে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের চলচ্চিত্র কলাকুশলীরা অংশ নেবেন। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটিতে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনা ছবি ‘মুন ম্যান’। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে চীন, যা বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে ঘিরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে। ১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’, যেখানে উপস্থিত থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।
উৎসবের অন্যান্য আকর্ষণীয় আয়োজনের মধ্যে রয়েছে মাস্টারক্লাস ও বিশেষ প্রদর্শনী, যেখানে অংশ নিতে পারবেন নিবন্ধিত দর্শকরা।