আজ পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আজ পর্দা উঠবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আজ পর্দা উঠছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এ উৎসব। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন।

উৎসবটি চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত, যেখানে ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে। রাজধানীর ছয়টি ভেন্যুতে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের চলচ্চিত্র কলাকুশলীরা অংশ নেবেন। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটিতে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনা ছবি ‘মুন ম্যান’। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে চীন, যা বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে ঘিরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে। ১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’, যেখানে উপস্থিত থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।

উৎসবের অন্যান্য আকর্ষণীয় আয়োজনের মধ্যে রয়েছে মাস্টারক্লাস ও বিশেষ প্রদর্শনী, যেখানে অংশ নিতে পারবেন নিবন্ধিত দর্শকরা।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )