আজ থেকে কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিন
আজ (১ নভেম্বর) থেকে কাঁচাবাজারগুলোতে পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে বাজার ও উৎপাদন কারখানায় অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর এক মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাঁচাবাজারগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে এবং এর বিকল্প হিসেবে পাট, কাগজ বা কাপড়ের ব্যাগ ব্যবহারের প্রচলন নিশ্চিত করতে আইন প্রয়োগ করা হবে।
তিনি জানান, ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও বাজারে এর ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সুপারশপগুলোতে ১ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার পর, আজ থেকে কাঁচাবাজারে এবং পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোর ওপরও এ পদক্ষেপ প্রয়োগ করা হচ্ছে।
CATEGORIES জাতীয়