আজ ঢাকায় আংশিক মেঘলা আকাশ, থাকতে পারে ঝোড়ো হাওয়া

আজ ঢাকায় আংশিক মেঘলা আকাশ, থাকতে পারে ঝোড়ো হাওয়া

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা অল্প পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া তা অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ায় রূপ নিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।

আবহাওয়ার এমন অবস্থায় বাইরে বের হলে হালকা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )