আজ চৈত্রসংক্রান্তি, বিদায় নিচ্ছে ১৪৩১ বঙ্গাব্দ

আজ চৈত্রসংক্রান্তি, বিদায় নিচ্ছে ১৪৩১ বঙ্গাব্দ

আজ রবিবার, চৈত্র মাসের শেষ দিন—অর্থাৎ চৈত্রসংক্রান্তি। এই দিনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে বাংলা ১৪৩১ সাল, আর আগামীকাল পহেলা বৈশাখে সূচনা হবে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দের। মহাকালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আরও একটি বছর।

এক সময় চৈত্রসংক্রান্তি ছিল এই উপমহাদেশের অন্যতম বড় উৎসব। এই দিন ঘিরে বাড়িঘর পরিষ্কার করা, ধোঁয়া দেওয়া, আলপনা আঁকা ও ব্রত পালন ছিল সাধারণ চিত্র। হিন্দু ধর্মাবলম্বীরা এদিন স্নান, দান ও উপবাস পালন করেন, যাতে নতুন বছর হয় কল্যাণময়।

বিশেষ খাবারের ব্যবস্থাও ছিল চৈত্রসংক্রান্তিতে। তরুণীরা আশপাশের ঝোপঝাড় ও ভিটে থেকে সংগ্রহ করতেন তিতা শাক, যার মধ্যে সাত বা এগারো রকম শাকের মিশ্রণ থাকত। গ্রীষ্মের রোগব্যাধি প্রতিরোধে এই তিতা শাক কার্যকর ছিল বলে মনে করা হতো। তবে আধুনিক জীবনে এসব প্রচলন এখন প্রায় বিলুপ্ত।

চৈত্রসংক্রান্তি ঘিরে চড়ক ও নীলপূজার আয়োজন ছিল গ্রামীণ সমাজের ঐতিহ্যবাহী অংশ। চড়ক মেলা, লোকশিল্প ও মিষ্টির পসরা সেই সময়ের রঙিন স্মৃতি। এখনো দেশের কিছু অঞ্চলে এই আয়োজনের দেখা মেলে।

রাজধানী ঢাকাতেও আজ বিদায় অনুষ্ঠান হচ্ছে বাংলা বছরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় চৈত্রসংক্রান্তির আয়োজন শুরু হবে বেলা তিনটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোহরাওয়ার্দী উদ্যানে আজ বেলা দুইটায় অনুষ্ঠিত হবে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান—সবার জন্য উন্মুক্ত।

চৈত্রসংক্রান্তির এই আয়োজন একদিকে যেমন পুরনো বছরের বিদায়, অন্যদিকে নতুন বছরের আগমনের প্রস্তুতিও বটে—আনন্দে, আশায় ও ঐতিহ্যে ভরা একটি দিন।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )