আগামীতে দেশে একটি মাহফিলও বন্ধ হবে না: আবুল কালাম আজাদ

আগামীতে দেশে একটি মাহফিলও বন্ধ হবে না: আবুল কালাম আজাদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক এবং সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বিগত সরকারের সময়ে অনেক মাহফিল থেকে মাওলানাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি দাবি করেছেন, আগামীতে দেশে একটি মাহফিলও বন্ধ হবে না।

সোমবার রাতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মাদরাসা মাঠে মাটিয়াখোলা আনোয়ারুল উলূম মাদরাসার ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের কষ্টের কারণ হয়ে যেন কেউ কাজ না করেন। দেশের ক্ষতি হয় এমন কাজ করবেন না। খারাপ কাজের জন্য খারাপ হতে হবে না। যারা খারাপ করেছে, তাদের চেয়ে নিজেদের ভালো কাজের মাধ্যমে প্রমাণ করুন।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল। কারো ভোটাধিকারের সুযোগ ছিল না। তবে আগামীতে গণতন্ত্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ভোটাধিকারের মাধ্যমে সঠিক প্রতিনিধি নির্বাচিত হবে।”

তিনি বলেন, “অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো ক্ষতি করার ইচ্ছা নেই। আমরা বদলা নিতে চাই না, বরং পরিবর্তন আনতে চাই।”

এছাড়া তিনি ইসলামী চিন্তাবিদদের অসম্মানিত না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

মো. সোহরাব হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, হানিফ চৌধুরী, ও আরফান আলী। ইসলামী বক্তৃতা করেন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, মুফতি আবু দাউদ মাহমুদী, এবং শিশুবক্তা হাফেজ কারি নূরুল ইসলাম বিক্রমপুরী।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )