‘আওয়ামী লীগ গুম-খুনের সংস্কৃতি চালু করেছিল’ — অভিযোগ সানজিদা ইসলামের

‘আওয়ামী লীগ গুম-খুনের সংস্কৃতি চালু করেছিল’ — অভিযোগ সানজিদা ইসলামের

জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী সানজিদা ইসলাম অভিযোগ করেছেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে গুম ও খুনের সংস্কৃতি চালু করেছিল।” শনিবার রাজধানীর নাখালপাড়ায় এক ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০১৩ সালে গুম হওয়া ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আদনান চৌধুরী ও কাউসার আহমেদের স্মরণে আয়োজন করা হয়।

সানজিদা ইসলাম বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ফ্যাসিবাদের পথে হেঁটে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। রাতের অন্ধকারে ভোট চুরির মাধ্যমে তারা অবৈধভাবে বারবার ক্ষমতায় এসেছে। জনগণের ম্যান্ডেট ছাড়াই গঠিত সরকার কখনোই জনকল্যাণে কাজ করতে পারে না।”

অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান বলেন, “তেজগাঁও এলাকাটি গুম-খুনের দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। গত ১৫ বছরে এই এলাকার বহু বিএনপি নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন বা হত্যার শিকার হয়েছেন। আমি নিজেও এ সময়ের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন, ‘মায়ের ডাক’-এর সদস্য আফরোজা ইসলাম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদ্য মুক্তি পাওয়া নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ ও শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )