আওয়ামী লীগ একাত্তরের জুলুমের পুনরাবৃত্তি করেছে: প্রেস সচিব
১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও তাঁদের স্বপ্ন ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর দল সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। তাঁদের আদর্শকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা যেভাবে বুদ্ধিজীবীদের ওপর জুলুম চালিয়েছিল, তার পুনরাবৃত্তি দেখা গেছে ২০২৪ সালের জুলাইয়ে। আমাদের শীর্ষ ছয়জন ছাত্রনেতাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা একাত্তরের ঘটনার সঙ্গে মিলে যায়।”
প্রেস সচিব আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের উত্তরসূরিদের জন্য যে সাহস ও আদর্শ রেখে গিয়েছিলেন, সেই একই প্রেরণা আমরা আমাদের যুবসমাজের মধ্যে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আজও সংগ্রামের চেতনায় উজ্জীবিত।”
সকালে স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শফিকুল আলমের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করা হয়।