আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগকে ‘গণহত্যার দায়ে অভিযুক্ত’ আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে সিলেট নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক বলেন, “যে আওয়ামী লীগের হাতে আমার হাজারো ভাইয়ের রক্ত লেগে আছে, সেই আওয়ামী লীগের প্রতীক—নৌকা—মানুষ আর দেখতে চায় না। তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে না।”

‘গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সমাবেশে বক্তারা দাবি করেন, জনগণের ভোটাধিকার হরণ, দমন-পীড়ন, গুম-খুনের মাধ্যমে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে, সকল দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্যকর করতে হবে।

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )