
আইফেল টাওয়ারমুখী উড়োজাহাজের বিজ্ঞাপনচিত্র ঘিরে বিতর্ক কেন?
পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইনস পিআইএর (পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস) একটি বিজ্ঞাপনচিত্র ঘিরে ব্যাপক সমালোচনা উঠেছে। বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, একটি উড়োজাহাজ ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের দিকে ছুটে যাচ্ছে। পিআইএর প্যারিস ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিতে এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল, যার শিরোনাম ছিল, ‘প্যারিস, আমরা আজ আসছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই বিজ্ঞাপনকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার স্মৃতি মনে করিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। সেই হামলায় আল-কায়েদা জঙ্গিরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে আছড়ে ফেলে। বিজ্ঞাপনের দৃশ্য দেখে অনেকের মনে হয়েছে, এটি টুইন টাওয়ার হামলার সাথে সাদৃশ্যপূর্ণ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ইশহাক দারও বিজ্ঞাপনটির কড়া সমালোচনা করেছেন। সাংবাদিক ওমর কুরাইশি এই বিজ্ঞাপনকে ‘স্তম্ভিত’ করে দেওয়া বলে মন্তব্য করেছেন।
সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, “এটা কি কোনো বিজ্ঞাপন নাকি হুমকি?” আরেকজন মন্তব্য করেছেন, “আপনাদের মার্কেটিং ম্যানেজারকে বরখাস্ত করুন।”
বিজ্ঞাপনচিত্রটি ইতিমধ্যে দুই কোটি ১০ লাখেরও বেশি দেখা হয়েছে, তবে এটি নিয়ে সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: বিবিসি