
আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা চায় নির্বাচন কমিশন
নির্বাচনী আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন চলাকালীন ইসি কর্মকর্তাদের কাজে যেন কোনো বাধা না আসে এবং কেউ হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে সুপারিশ করেছে কমিশন। এসব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, “সংবিধান ও আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তবে সেই ক্ষমতা প্রয়োগে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া জরুরি।”
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব শফিউল আজিম বলেন, “একটি উচ্চপর্যায়ের সংস্কার কমিশন এখানে কাজ করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে বদ্ধপরিকর। কারণ, গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করাই সংবিধানের মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “সংস্কারের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এখানে ইতিবাচক অনেক দিক রয়েছে, তবুও আমরা দুর্বলতাগুলো শনাক্ত করার চেষ্টা করছি। মাঠপর্যায়ে কী ধরনের অভিজ্ঞতা রয়েছে, তা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে জানতে চেয়েছি।”
শফিউল আজিম জানান, “বৈঠকে নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপের উৎস এবং আইনগত কর্তৃত্বের বাইরে থাকা যেকোনো ধরনের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি, এসব সংস্কার কার্যক্রম সফল হলে নির্বাচনী ব্যবস্থার শক্তিশালী ভিত্তি তৈরি হবে।