অলরাউন্ডারে তিনে মিরাজ, রাজত্ব ফিরে পেলেন রাবাদা

অলরাউন্ডারে তিনে মিরাজ, রাজত্ব ফিরে পেলেন রাবাদা

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি হিসেবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন তিনি। দুই ধাপ এগিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন।

বর্তমানে ২৯৪ রেটিং নিয়ে তিনে আছেন মিরাজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে ৯৭ রানের ইনিংসের সঙ্গে ২ ‍উইকেট নেওয়ার ফলই পেয়েছেন তিনি। তার উন্নতি হওয়ায় পেছনে পড়েছেন কানপুরে শেষ টেস্ট খেলা সাকিব আল হাসান। ২৮০ রেটিং নিয়ে চারে আছেন সাবেক এক নম্বর অলরাউন্ডার। শীর্ষ দুইয়ে আছেন ভারতের দুই অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (৩১৫) ও রবীন্দ্র জাদেজা (৪৩৪)।

মিরাজের সুখবরের দিনে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন কাগিসো রাবাদা। মিরপুর টেস্টে ৯ উইকেট নিয়ে পেছনে ফেলেছেন জাসপ্রিত বুমরাহকে। ভারতীয় পেসার শুধু রাজত্বই হারায়নি তিনে নেমে গেছেন। বুমরার দুই ধাপ অবনতি হওয়ায় দুইয়ে উঠে গেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড।

মিরপুর টেস্টে ৭ উইকেটের জয়ের ম্যাচে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাবাদা। মাইলফলকের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে তিন ধাপ উন্নতি হয়েছে তার। এতে করে পুরোনো রাজত্ব ফিরে পেয়েছেন তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবার শীর্ষে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার। ৮৬০ রেটিং নিয়ে এখন শীর্ষে তিনি।

একই টেস্টে ৮ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। ১৮ নম্বরে আছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।
অন্যদিকে রাওয়ালপিন্ডি টেস্টে ৯ উইকেট নিয়ে ৯ নম্বরে নোমান আলি। ৮ ধাপ এগিছেন বাঁহাতি স্পিনার। নোমানের সতীর্থ সাজিদ খান এগিয়েছেন ১২ ধাপ। বর্তমানে ৩৮ নম্বরে আছেন পাকিস্তানের অফস্পিনার।

পুনেতে দুই ইনিংসে মোট ১০৭ রান করে (৩০ ও ৭৭) করে ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন যশস্বী জয়সোয়াল। শীর্ষ দুইয়ে কোনো পরিবর্তন নেই। কেন উইলিয়ামসনের ৮১৩ রেটিং পয়েন্টের বিপরীতে ৯০৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জো রুট। ৯৭ রানের ইনিংস খেলে ৯ ধাপ উন্নতি হয়েছে মিরাজের। ৬৩ নম্বরে আছেন এখন তিনি। বাংলাদেশের হয়ে শীর্ষে থাকা মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ২৬ নম্বরে আছেন।

TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )