অভিষেকের আগে অ্যান্টিগায় মুরাদের হ্যাটট্রিক
জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে গেছে মুরাদ হাসানের। এবার অপেক্ষা টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে হয়তো সেই সুযোগ পেতে যাচ্ছেন এই বাঁহাতি স্পিনার। তবে তার আগে প্রস্তুতি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন মুরাদ।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের বিপক্ষে খেলায় নিজের বোলিং নৈপুণ্যে হ্যাটট্রিক তুলে নিয়েছেন ২৩ বছর বয়সী এই স্পিনার। দ্বিতীয় ওভারে পরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তিন উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি। তার বোলিং ফিগার ছিল ১.৪-০-১-৩।
মুরাদের হ্যাটট্রিকের পর ম্যাচটি ড্র মেনে নেয় দুই দলের অধিনায়ক। প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা ৯ উইকেটে ৮৭ রান করে, যা বাংলাদেশের বোলারদের দারুণ প্রস্তুতির ইঙ্গিত দেয়। পেসার হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ সমান দুইটি করে উইকেট নেন।
বোলারদের পাশাপাশি ব্যাটারদের পারফরম্যান্সও ইতিবাচক
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাত্র ২৫.৪ ওভার খেলা হলেও বাংলাদেশ ব্যাটাররা নিজেদের ব্যাটিং প্রস্তুতি ভালোভাবেই সেরেছেন।
শুরুর ৯ ব্যাটারের মধ্যে শুধুমাত্র মাহমুদুল হাসান জয় দুই অঙ্কে যেতে পারেননি।
সর্বোচ্চ ৪৮ রান করে রিটায়ার্ড হার্ট হন জাকের আলি।
মাহিদুল ইসলাম অঙ্কনও ৪১ রান করে অবসর নেন।
আগামী শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মুরাদের এই পারফরম্যান্স তাকে একাদশে জায়গা পেতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।