
হাদি হত্যাচেষ্টা: তদন্তে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার রিমান্ড
হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তে ‘পরিকল্পিত হামলা’র ইঙ্গিত মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। হাদি হত্যাচেষ্টা, ডিবি তদন্ত, চাঞ্চল্যকর তথ্য, রিমান্ড—এই চার দিককে ঘিরেই ঘটনার নতুন তথ্য সামনে আসছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা কয়েক মাসের পরিকল্পনার অংশ—এমন ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা। গোয়েন্দা সূত্রের দাবি, গুলি করার আগের রাতে সাভারের আশুলিয়ার একটি রিসোর্টে হামলাকারীদের থাকা-খাওয়ার পাশাপাশি ‘মনোরঞ্জনের ব্যবস্থাও’ রাখা হয়। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তারা সেখানে অবস্থান করেন বলেও বলা হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে তারা রিসোর্ট থেকে বেরিয়ে ঢাকায় আসেন। জুমার নামাজের পর হাদিকে অনুসরণ করে গুলি করে পালিয়ে যান—এমন তথ্য গোয়েন্দা সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছে। (এই দাবি স্বাধীনভাবে তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি।)
মামলা ডিবিতে, রিমান্ডে কারা
গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের হয়। পরে মামলাটির তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, পল্টন থানার মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। ডিবি সূত্রের ভাষ্য, ঘটনাটি ঘিরে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে শুটার ফয়সাল করিমের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং রিসোর্টে থাকা বান্ধবী মারিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গত রোববার (১৪ ডিসেম্বর) তিন দিনের রিমান্ডে নেওয়া হয় বলে জানানো হয়েছে।
সীমান্ত পারাপারে সহায়তার সন্দেহ, বিজিবির আটকের কথা
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দুই হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, শেরপুরের বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশলকে (২৮) আটক করা হয়েছে। এছাড়া ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি ও আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটকের পর পুলিশে সোপর্দ করার কথাও বলা হয়েছে।
ডিবি সূত্র বলেছে, বিজিবি যাদের আটক করেছে তাদের এখনো জিজ্ঞাসাবাদ করা যায়নি; সংশ্লিষ্টতা না থাকলে মুচলেকায় ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে।
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া ও নতুন গ্রেপ্তার
উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে; পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ আছে। হাদির সঙ্গে তার ভাই ওমর বিন হাদি ও বন্ধু আমিনুল হাসান ফয়সাল সিঙ্গাপুরে গেছেন বলেও বলা হয়েছে।
এদিকে, র্যাব জানিয়েছে—নারায়ণগঞ্জ থেকে হাদিকে হত্যাচেষ্টার শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার পেছনে কবিরের ভূমিকা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

