
জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার
তামিমের বাবাকে জীবিত উদ্ধার করেছে মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলামকে চুয়াডাঙ্গার দর্শণা এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি।
ডিবি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শণা থানাধীন শ্যামপুর জোড়া বটতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে কামরুল ইসলামকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
জানা গেছে, গত ৮ ডিসেম্বর মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর ১০ ডিসেম্বর তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়।
ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানিয়েছেন—ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপরাধ সংশ্লিষ্টতা আছে কি না, তা যাচাই করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেছে পরিবার। এনসিপি নেতা তামিম ইসলাম বলেন, “আমার বাবাকে সুস্থভাবে উদ্ধার করে আনার জন্য মেহেরপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করায় গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞ।” তিনি জানান, মেহেরপুর সদর থানায় করা আগের জিডিটি তারা প্রত্যাহার করে নিয়েছেন।

